প্রকাশিত: Mon, Jan 30, 2023 11:26 AM
আপডেট: Sun, Dec 7, 2025 6:53 AM

বান্দরের থেকে মানুষের উৎপত্তিÑ এই কথা শুনলে ডারউইন নিজেও হার্টফেল করে মরে যেতে পারেন!

শোয়েব সর্বনাম: বান্দরের থেকে মানুষের উৎপত্তি এই কথা শুনলে ডারউইনও নিজেও হার্টফেল করে মরে যেতে পারেন। ডারউইন উদ্ভিদ ও প্রাণীজগতের যে শ্রেণিবিন্যাস করছেন সেইখানে জলে-স্থলে খেচর উভচর ইত্যাদি এলাকার প্রাণীদের আলাদা করে করে নাম দিছেন। তিনি সেইসঙ্গে মেরুদণ্ড, স্তন্যপায়ী এইসবেরও শ্রেণিবিন্যাস করেন। এর মধ্যে চার পা দুইপা ইত্যাদি প্রজাতিরেও এক একটা গোত্র বানায়ে ভাগ করতে হইছে তার। দুই পা দিয়া চলে আবার স্তন্যপায়ী, অদের নাম সবার নাম হইলো হোমিনিনা। এর মধ্যে স্যাপিয়েন্স প্রজাতি হচ্ছে মানুষ। 

আধুনিক সভ্য মানুষের নাম হচ্ছে হোমো স্যাপিয়েন্স। হোমিনিনা বৈশিষ্ট্য যাদের আছে তাদের মধ্যে এরা বুদ্ধিমান। ইভেন যারা কাঁচা মাংস খাইতো তারাও হোমো স্যাপিয়েন্স বা মানুষ বলতে ডারউইন যাদের বোঝায় তাদের থেকে আলাদা প্রজাতি। বুদ্ধিমান ইন্টেলেকচুয়াল মানুষই হচ্ছে হোমো স্যাপিয়েন্স। আদম হাওয়ার মিথের সঙ্গে এদের মিল পাওয়া যাবে। ফলে, ডারউইন তত্ত্বের ধর্মের সঙ্গে কোনো ঝামেলা নাই। ঝামেলা আছে বিজ্ঞান শিক্ষায় আপত্তি এমন কিছু লোকের, মানুষ শিক্ষিত হলে যাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে।